বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ হেফাজতে ইসলাম শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তাদের দাবি, ইসকন একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি সনাতন ধর্মের প্রকৃত শিক্ষা ও ঐতিহ্যের বিরোধী। সমাবেশে বক্তারা বলেন, “ইসকন বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ হয়েছে, তাই বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করা উচিত।”
এ সময় হেফাজতের নেতারা ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি কোনো ধরনের উসকানি এবং অপপ্রচার প্রতিরোধের জন্য আরও সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, “যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে হেফাজত আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।”
হেফাজতের নেতারা আরও বলেন, “আমাদের প্রধান দায়িত্ব হলো, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা। কোনো কারণে কিংবা কোনো উসকানিতে আমাদের ঐক্য নষ্ট হতে দেওয়া যাবে না।”
সমাবেশে হেফাজত নেতারা চট্টগ্রামে গত কয়েকদিনের সহিংস ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, “হাজারী গলির ওসমান নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।”
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব সমাবেশে সভাপতিত্ব করেন, এবং মহানগর হেফাজতের নেতা মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। সভায় বক্তব্য দেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল তাজ, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।
হেফাজতের নেতারা অভিযোগ করেন, বর্তমানে দেশের ভেতর এবং বাইরে ষড়যন্ত্র চলছে। তারা বলছেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করতে হবে।
চট্টগ্রামের এই সমাবেশে বিপুল সংখ্যক হেফাজত নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং তারা হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত বলে জানান।
Leave a Reply