শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় গত ৩১ জানুয়ারি শুক্রবার রাতে ছাত্রলীগের কর্মীদের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন। হামলার ঘটনা ঘটে রাত সাড়ে ৯টার দিকে বালিপাড়া ভূমি অফিসের সামনে, যখন ছাত্রশিবিরের কর্মীরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলেন। উপজেলা ছাত্রশিবির দাবি করেছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা সবাই ছাত্রলীগের কর্মী।
আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। আহতরা সবাই ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচিত। ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়।” তিনি আরো বলেন, “সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, তারই অংশ হিসেবে তারা আমাদের দেখে হামলা চালায়।”
আহত সাইদুল ইসলাম জানান, “গত রাতে আমরা তিনজনকে পেয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর আগে তারা আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। আজকে আমাদের পেয়ে হামলা করে।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “গতকাল রাতে বালিপাড়ায় হামলার ঘটনা ঘটেছে, তবে এখনও আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। আহতরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী ছিলেন।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা এই ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রলীগের কর্মীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে, যা সবার জন্য উদ্বেগজনক।
Leave a Reply