বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৭ মার্চ) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।
এদিন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ২২৪ প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা তাদের কর্মী- সমর্থকদের সাথে নিয়ে মিছিল সহকারে এ মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল ইসলাম, আসাদুর রহমান আসাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন ও ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা সফিউল আলম কালামপুরীসহ ১২ জন। সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকাদার, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু, মাহবুব উল আলম ও ইসলামী আন্দোলন একেএম আব্দুর রশীদসহ ৬জন। সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
আঠারগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, জহিরুল ইসলাম খোকন মৃধা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইসলামী আন্দোলনের মাওঃ আব্দুল লতিফ মৃধা ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক তালুকদার। সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, ইসলামী আন্দোলনের মুফতী আবু তাহের হাবিবুল্লাহ সিরাজীসহ ৮ জন। সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহুরুজ্জামান আলমাছ খান, সাবেক সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মহসিন, ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রহমান নাসিরসহ ১০ জন। সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সোহেলী পারভীন মালা, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান জাফর বিশ্বাস, হুমায়ূন কবির হাওলাদার ও ইসলামী আন্দোলন গাজী মো. হাসানসহ ১০ জন। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
Leave a Reply