রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিাধি:
কলাপাড়ায় আজ ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণে রাস পূঁজা ও রাস মেলার ৫ দিন ব্যাপী রাস উৎসব। এ উপলক্ষ্যে কলাপাড়া পৌর শহর ও পর্যটন নগরী কুয়াকাটাকে সাজানো হয়েছে উৎসবের সাজে। প্রতি বছরের ন্যায় এবছরও রাস উৎসব পালন ও গঙ্গাস্নানের জন্য প্রায় লক্ষাধীক পূন্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন কুয়াকাটা ও কলাপাড়া রাস পূঁজা ও মেলা উদ্যাপন কমিটি। রাস পূঁজা ও মেলাকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কুয়াকাটা রাস পূজা ও মেলা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, কুয়াকাটা রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান, কুয়াকাটা পৌর মেয়র মো.বারেক মোল্লা, রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির এর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল, রাস পূজা ও রাস মেলা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস।
শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম সূত্রে জানা গেছে, সেবাশ্রমে ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা প্রতি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ টা ৫৮ মিনিটে পূর্নিমার শুরুতে অধিবাসের মধ্যদিয়ে রাস উৎসবের শুভ সুচনা হবে। ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলের পূণ্যার্থীরা সহ ভাসমান ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দের বরণ করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের রাস মেলা উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, পঞ্জিকা মতে ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে থাকবে শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট পর্যন্ত। তাই শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে কুয়াকাটার সমুদ্রের নীল জলে স্নান শেষে পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দরা মদন মোহন সোবাশ্রমের আঙ্গিনায় রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন ও ৫ দিন ব্যাপী মেলায় অংশগ্রহন করবে।
কুয়াকাটা রাস পূজা ও রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পূন্যার্থীদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। রাস পূজাঁ ও মেলা উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, সব ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা রক্ষার্থে সৈকতের পুরো এলাকা রয়েছে সি সি ক্যামেরার আওতায়। দুই কি.মি. এলাকা জুড়ে থাকবে পুৃলিশি পাহাড়া।
Leave a Reply