শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার মাগুরায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে আহ্বায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, জাতীয় পর্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল হক জহির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ প্রমুখ।
Leave a Reply