রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি // পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর সুবিধাবঞ্চিত সবার ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটেছে। গরীবের বন্ধু ও বান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশের জন্য যে চিন্তা করেন তা গত ২১ বছরে ভাগ্য উন্নয়নে কোন সরকারই চিন্তা করেনি। শনিবার সকালে বরিশালের গৌরনদীতে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমিতির সুবিধাভোগী সদস্যদের মাঝে প্রকল্প ্ঋণের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে চেক বিতরণী সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী প্রকল্প পরিচালক ও জেলা সমবায় অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন,
মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ শাহজ্জামান, সহকারী পরিদর্শক মোঃ ফকরুল আলম প্রমুখ। শেষে প্রধান অতিথি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এক লক্ষ টাকা করে ৫০ জন সুবিধাবঞ্চিত নারীকে ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
Leave a Reply