রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলেন মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্ল। তিনি অ্যাপে দেখেন, তাঁর খাবার আনছেন জনৈক ফৈয়াজ। অমিত জোম্যাটোকে অনুরোধ করেন ডেলিভারি বয় পাল্টে দেওয়ার জন্য। এর কারণ ছিল ডেলেভারি বয়ের ধর্ম। তবে তার অনুরোধ রাখা হয়নি। উত্তরে জোম্যাটো টুইট করে, খাবারের কোনো ধর্ম হয় না, খাবারই ধর্ম।এ নিয়ে এখন বেশ তোলপাড় চলছে দেশটিতে।
কিন্তু যতই ধর্ম নিয়ে ভেদাভেদ করুন, তিনি নিজে যে ধোয়া তুলসিপাতা নন, তা বোঝালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তসলিমা নাসরিনকে করা একটি উক্তিতে তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেটি সম্প্রতি স্বস্তিকা টুইটারে শেয়ার করেছেন। সঙ্গে অমিতকে নরমেগরমে তীব্র আক্রমণ শানাতেও ছাড়েননি অভিনেত্রী।
তসলিমার ছবির নিচে অমিত কমেন্ট করেছিলেন, “তোমার স্তন দু’টি অসাধারণ। আশা করি আমার বক্তব্য তোমার ভাল লাগবে।”
এই ছবি ও কমেন্টের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেন স্বস্তিকা। লেখেন, “অমিত শুক্লা স্তনের প্রতি মোহগ্রস্ত। সেটা হিন্দু নারীর স্তন কি মুসলিম মহিলার স্তন, তা নিয়ে তাঁর কিছু এসে যায় না। কিন্তু যখন খাবারের প্রসঙ্গ আসে, তাঁর হিন্দু ডেলিভারি বয় চাই। এই ধরনের মানুষকে কি সব জায়গা থেকে বয়কট করা উচিত নয়?
Leave a Reply