বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (বুধবার) বিকালের মধ্যেই প্রকাশ করা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি ভাইভা শেষ হয়েছে। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করার প্রস্তুতি শুরু হয়েছে। বিকেলের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।’
এর আগে গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২১ হাজার ৬৬০ জন অংশগ্রহণ করেন। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
লিখিততে ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১২ নভেম্বর ভাইভা শুরু হয়। চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ জন ভাইভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply