রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এক সময়ের জামায়াতের সক্রিয় কর্মী, তারপর বিএনপির ওয়ার্ড সভাপতি, এবং সর্বশেষ পরিস্তিতি নিজের আয়ত্বে আনতে ইসলামী আন্দোলন’য়ে যোগদান করে আলোচিত সমালোচিত হওয়া বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ন কবির’র বিরুদ্বে এবার মোটা অংকের অর্থের বিনিময়ে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। যা নিয়ে ঐ ওয়ার্ডে ইতিমধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে বলে জানাযায়। অভিযোগ রয়েছে হুমায়ূন কবির ওয়ার্ড কাউন্সিলর থাকাকালিন সময়ে নিজ ওয়ার্ডের বয়স্কভাতা’র টাকা তার জন্মস্থান ভোলা জেলা’র চরফ্যাশনে আত্বিয় স্বজনের মাঝে বিতরন করেন। শুধু বয়স্কভাতা কিংবা জাল ওয়ারিশ সনদ’ই নয়।
হুমায়ন কবির ৩ বার কাউন্সিলর থাকাকালিন সময়ে ভিবিন্ন ধর্মীয় উৎসবে সরকার কতৃক ওয়ার্ডের বাসীন্দাদের জন্য বরাদ্ব কৃত শাড়ি লুঙ্গী পাঠিয়ে দিতেন তার নিজ জন্ম স্থান চরফ্যাশনে। স্থানিয়দের কাছ থেকে জানাযায়- এক সময়ে কোন রকমের দিন এনে দিন খেয় বেচেঁ থাকা হুমায়ন কবিরের এখন প্রায় ৮/১০ কোটি টাকার মালিক। অভিযোগের ভিত্তিতে জানাযায় – গত ২০১১ সালের ৮ মার্চ তৎকালিন ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির একটি পক্ষের অবৈধ স্বার্থ হাসিলের উদ্বেশ্যে অর্থের বিনিময়ে একটি জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করেন।
যেখানে দেখা যায়- বিসিসির ২৮ নং ওয়ার্ড কাশীপুর চহুতপুর বিমান বন্দর এলাকার মৃত গবিন্দ চন্দ্র মুখার্জীর পরিবারকে নিয়ে মিথ্যাচার করেছে হুমায়ূন কবির। সেখানে উষা রানী মুখার্জীর স্বামী ও ফুল রানী মুখার্জীর পিতা মৃত: গবিন্দ চন্দ্র মুখার্জী’র স্থলে মৃত বিপিন বিহারীর মূখপধ্যায়ের পুত্র মৃত ফনিন্দ্র নাথ মুখপধ্যায়’কে দেখানো হয়েছে। তৎতকালিন কাউন্সিলর হুমায়ন কবিরের এমন অনৈতিক কর্মকান্ডের ফলে কাশীপুর চহুৎপুর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে আব্দুল মতিন হাওলাদার প্রতারনা করছে বলে জানাযায়।
অভিযোগের বিষয়টি নিয়ে সাবেক কাউন্সিলর হুমায়ূন কবিরের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার জন্য একাদিকবার চেস্টা করা হলেও ফোন ব্যাস্ত পাওয়া যায়। প্রিয় পাঠক আবদুল মতিন হাওলাদারের অভিনব এমন প্রতারনা নিয়ে আগামী পর্বে থাকছে বিস্তারিত প্রতিবেদন……
Leave a Reply