রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ন্যায্য মূল্যে খাদ্য পন্য বিক্রয়। তবে প্রথম দিনে বরিশালে যথা সময়ে এই কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বরিশাল নগরীর ৪টি পয়েন্টে একযোগে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়। নগরীর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর, সিটি করপোরেশন চত্ত্বর, চৌমাথা বাজার এবং আমতলা মোড় এলাকায় প্রথম দিন পন্য বিক্রি হয়।
সংশ্লিস্টরা জানান, প্রথম দিন হওয়ায় ব্যাংকি কার্যক্রমে দিনের প্রথমভাগ শেষ হয়। এ কারনে পন্য উত্তোলন করতে সময় চলে যায়। এ কারনে পন্য বিক্রি কার্যক্রম শুরু হয় দিনের দ্বিতীয়ভাগে।চিনি ৪৭ টাকা, মশুর ডাল ৪৪টাকা এবং সয়াবিন ৮৫ টাকা দরে বিক্রি হয়।
জন প্রতি সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মশুর ডাল এবং ৫ লিটার সয়াবিন বিক্রি করছেন ডিলাররা। এবার পন্যের মান নিয়ে কোন অভিযোগ নেই ডিলারদের। তবে রমজান আসন্ন হওয়ার পরও ছোলা বুট সরবরাহ করা উচিত ছিলো বলে জানান ডিলাররা। এদিকে খুব শীঘ্রই ছোলা বুট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন টিসিবি’র এই কর্মকর্তা।
Leave a Reply