বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
‘গৃহবধূকে শ্লীনতাহানীর চেষ্টা’
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে গৃহবধূকে শ্লীনতাহানির চেষ্টা করেছে মাসুদ নামের এক যুবক। বুধবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ারপুল এলাকার গাংপাইড়াগো বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই গৃহবধূর চিৎকারে তার স্বামী ছুটে এসে তাকে যুবকের হাত থেকে রক্ষা করে। গৃহবধূ অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে একই বাড়ির সফিউল্লাহর ছেলে মাসুদ ১০ হাজার টাকা ধার নেয়।
কয়েক মাস পরে আমি ওই টাকা ফেরৎ চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে মাসুদের সাথে ঝগড়া হয়। এরই রেশ ধরে বুধবার রাতে আমি টয়লেটে গেলে মাসুদ আমাকে জোরপূর্বক শ্লীনতাহানীর চেষ্টা করে। পরে আমি চিৎকার দিলে আমার স্বামী এসে আমাকে তার হাত থেকে রক্ষা করে। ঘটনার পরে আমি বিষয়টি স্থানীয় বাবুল মেম্বার, আলমগীর, ইউসুফ ও মাজেদ মেম্বারসহ সালিশদের জানাই। এ ঘটনার বিচার দাবী করায় মাসুদ ও তার পরিবারের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছে।
একই সাথে আমার ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী মেয়েকেও বিভিন্নভাবে কটূক্তিমূলক আচরণ করছে। আমি এসব নিয়ে বর্তমানে সংশয়ের মধ্যে রয়েছি। ওই গৃহবধূ অভিযোগ করে আরও বলেন, এ ঘটনার প্রায় ৪ মাস আগে মাসুদ আমার সাথে এধরণের আরেকটি ঘটনা করে। সে সময় আমি ওই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে, মাসুদ থানায় গিয়ে এধরণের কর্মকান্ড আর করবে না বলে স্বীকারুক্তি দিয়ে আসে।
ওই ঘটনার পরেও যেহেতু মাসুদ আবার এ ঘটনা করেছে, তাই আমি ও আমার পরিবারের সুরক্ষার্থে প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছি। এদিকে ঘটনার পর থেকে মাসুদ গাঁ ঢাকা দিয়েছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়। অন্যদিকে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার কারণে ভূক্তভোগি ওই গৃহবধূকে মাসুদের পক্ষ হয়ে ইউসুফ নামের এক বখাটে তাদের হুমকি প্রদান করছে।
Leave a Reply