শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২২-২৩ অর্থবছরে বাস্তবায়িত প্যাটার্ন ভিত্তিক একক প্রদর্শনীর (সূর্যমুখী- পতিত- রোপা আমন) আমন ধান (ব্রি ধান ৮৭) এর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সাংগর ও সাতুরিয়ায় এ দুইটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস স্যার, বরিশাল আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বসার জোমাদ্দার, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও কৃষক কৃষাণীবৃন্দ।
প্রধান অতিথি জনাব মোঃ মনিরুল ইসলাম তার বক্তব্যে তেল ফসল বৃদ্ধির জন্য উফসী আগাম জাতের ধান চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” সেই অনুশাসনের বিষয়ে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply