শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বাবুগঞ্জের ঐতিহ্যবাহী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। ৬ আগষ্ট সোমবার দিবাগত মধ্য রাতের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ । এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় থানায় একটি সাধারন ডায়রী করেছেন। জানাযায়, গভীর রাত্রে বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর চোখ ফাঁকি দিয়ে দূর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে। চোরেরা বিদ্যালয়ের মূল দরজা ভেঙ্গে প্রধান শিক্ষক ও শিক্ষক লাইব্রেরীতে প্রবেশ করে ষ্টীল আলমীরা ভেঙ্গে সরকারী অনুদানে প্রাপ্ত প্রজেক্টর এবং বিদ্যালয়ের সংগৃহীত নগদ অর্থ, প্রাইজবন্ড ও একটি মোবাইল সেট নিয়ে যায়। যার মোট আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা। তাছাড়া সরজমিনে দেখাযায়,বিদ্যালয়ের আলমারী ও কেবিনেটে থাকা সকল মূল্যবান কাগজপত্র তছনছ করে তারা। এতে ধারনা করা হয় এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ দূর্বৃত্তের কাজ। এছাড়া ২ ঘন্টা যাবৎ চক্রটি এ তান্ডব চালালেও নৈশ্য প্রহরী আবুল হোসেন কিছুই বলতে না পারায় রহস্যের জন্ম নেয়। খবর পেয়ে সকালে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply