শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম মুন্সী॥ মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল¬া, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মিঠু, উলানিয়া ইউনিয়ন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফয়সাল চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মোঃ ইব্রাহীম।
দক্ষিণ উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা সরদার, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মশু, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মোঃ মনির হোসেন।
এছাড়া ২টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে মেম্বার পদে (সাধারণ সদস্য) ৬৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারন সদস্য পদে ৬৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৭ই নভেম্বর যাচাই-বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষদিন ও ২৪ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর নির্বাচন বলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান।
Leave a Reply