রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২ এর সমাপনী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ভোলা সদর উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ।
সভায় বক্তারা, স্বাস্থ্য ভালো রাখতে হলে বিশুদ্ধ পানি, নির্ভেজালও সুষম খাদ্য, পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ সম্মত নিরাপথ স্যানিটেশন নিশ্চিত করতে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সহায়তায় গ্রামে বিভিন্ন কমিউনিটির মানুষের প্রশিক্ষন , টিউবয়েল প্রদান, স্যানিটেশন ব্যবস্থার উন্নত করতে কাজ করেছে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২।
এসময় ভোলা সমাজ সেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও সিভিল সার্জন কর্মকর্তা সহ প্ল্যান ইন্টারন্যশনাল বাংলাদেশ ভোলা জেলা ওয়াশ সোশালিস্ট মোঃ মোজাম্মেল হক, সেইন্ট বাংলাদেশ ভোলা জেলা পি এম মোঃ বেলায়েল হোসেন, সেইন্ট বাংলাদেশ উপজেলা ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ হাসানুজ্জামান ও ভোলার বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, মেম্বার সচিবগন উপস্থিত ছিলেন।
উল্লেখ, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২ ২০১৭ সালে কাজ শুরু করে টেকসোই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ স্থানীয়দের সচেতনকরে গড়ে তোলার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যর উন্নয়ন ঘটাতে ২০২১ সাল পর্যন্ত সেইন্ট বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক যোগে কাজ করেছে।
Leave a Reply