মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার দরিদ্র মানুষের জন্য হোমসার্ভিস কার্যক্রম শুরু করেছেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।
তিনি জানান, সরকারিভাবে ২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দেয়া হলেও ব্যক্তি উদ্যোগে এলাকার দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়। একইসঙ্গে খোলা হয়েছে হোম ডেলিভারি সার্ভিস। যারা ফোন করেন, তাদের বাড়িতে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
অপরদিকে মাছ ধরা বন্ধ থাকায় বেকার ৮০০ জেলেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলমসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply