রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
ভোলা প্রতিবেদক॥ ভোলায় স্থানীয় শিক্ষার্থীদের বাল্য বিয়ের হাত থেকে রক্ষার জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।এ সময় বক্তারা বলেন, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব হবে। বাল্যবিয়ে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তাই এটি রোধ করতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস।কর্মশালায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান, সাংবাদিক, কিশোর-কিশোরী প্রতিনিধি অংশ নেয়।
Leave a Reply