রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে ভোলার সদর উপজেলায় রাজপুর ইউনিয়নে ৩০ জন জেলের মাঝে এই সামগ্রী বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে প্রতিটি নৌকার জেলেদের সুরক্ষায় ব্যবহারের জন্য ১০ টি লাইফ জ্যাকেট,৫ টি বয়া,১ টি হেভি ডিউটি টর্চ লাইট, ১ টি সোলার প্যানেল, ১ টি রেডিও, ১টি পানির ফিল্টার বিতরণ করা হয়।
জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিজানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নবাগত জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো.কামরুজ্জামান চৌধুরী, ইলিশা তদন্ত কেন্দ্র (আইসি)ফরিদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চলন করেন ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেট হেলাল উদ্দিন।
এ সময় বক্তরা বলেন, ভোলা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে নদীতে মাছ ধরতে হয় এখানকার জেলেদের। তাই দুর্যোগ সময়ে লাইফ জ্যাকেট,বয়া সুরক্ষার কবচ হিসাবে কাজ করবে জেলেদের।
Leave a Reply