মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ভোলায় দৌলতখান উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার দৌলতখান হাসপাতালের করোনা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। জেলায় এটিই প্রথম কোনো করোনা সন্দেহ রোগী। তার বাসা দৌলতখান পৌর সভায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তার নমুনা পাঠানোর পক্রিয়া চলছে। পরীক্ষার ফলাফলে নিশ্চিত করা যাবে।
সিভিল সার্জন আরও বলেন, আইসোলেশনে থাকা যুবক ঢাকা থেকে আসা তার এক বন্ধুর সংস্পর্শে এসেছিলেন। নমুনা পাঠানোর পর চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে সে করোনায় আক্রান্ত কি না। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩২২ জন বিদেশ থেকে আসা প্রবাসীকে বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply