সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ নতুন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, ১২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় আবদুল কুদ্দুসের কন্যা তানজিলাকে জোরপূর্বক অপহরণ করে আনোয়ার হোসেনের ছেলে চরফ্যাশন সরকারি কলেজছাত্র রাকিব।
বন্ধুদের মোটরসাইকেলে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সামনে পড়ে যায়।
স্থানীয়রা ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বখাটে রাকিব পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার এসআই ইয়াছিন জানান, তাকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, মামলার মূল আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply