সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধু কর্ণার ও পলিটেকনিকের নব-নির্মিত নিজস্ব মসজিদের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিবেবে উপস্থিত থেকে ওই কার্যক্রম উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,পঁনের আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা কোন ব্যাক্তি নয় একটি আদর্শ তথা একটি জাতিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল।
কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে তারা মাটি চাপা দিতে পারেনি। তার সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ব মানচিত্রে বাংদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এসময় তিনি সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু কর্ণারের লাইব্রেরী থেকে বঙ্গবন্ধুর উপর লেথা বইগুলো পড়ার আহবান জানান। এসময় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী চিন্তাবিদ মাও. মুহিববুল্লাহ প্রমুখ।
Leave a Reply