মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহণ চালিয়ে তাবলীগ জামাতের মুসুল্লীসহ অন্যান্য যাত্রী পরিবহণ করায় ট্রাক চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ওই পরিবহণের ৩৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
বুধবার স্থানীয় বোরহানগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাবলীগ জামাতের ২৫ জন মুসুল্লী ও ১০-১২ জন অন্যান্য যাত্রীবাহি ট্রাক সহ চালক মো. আলীকে আটক করে। ওই বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাবলীগ জামাতের মুসুল্লীসহ ৩৫ যাত্রীকে চরফ্যাশনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
এছাড়া মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরে মোটরসাইকেল চালানো ও সামাজিক দূরত্ব ভঙ্গ করায় মো. জসিমকে ১ হাজার, আতাউর রহমানকে ১ হাজার, পারভেজকে ৫ শত, সোহাগকে ৫ শত, শাহে আলমকে ২ হাজার, মো. তসলিমকে ১ হাজার, মো. করিকে ৫ শত, মো. হাসানকে ৫ শত, টিপুকে ১ হাজার, মো. নিরবকে ৫ শত, ওমর ফারুককে ১ হাজার, রবিউল আলমকে ১ হাজার, মো. হাসানকে ৪ শত,মিরাজকে সাড়ে ৪ হাজার, ইদ্রিসকে ৫ শত, কামালকে ৫ হাজার ও নুরুল আমিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হবে।
Leave a Reply