বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চালুর ৯ দিনের মাথায় আবারও বন্ধ হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। মঙ্গলবার বিকেলে প্রাপ্ত কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষতাসম্পন্ন ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, খনি থেকে যে পরিমাণ কয়লা পাওয়া গেছে তার মজুদ শেষ হয়ে যাওয়ায় চালু হওয়া ইউনিটটি বন্ধ করে দেয়া হয়েছে। কয়লার যোগান হলে আবারও কেন্দ্রের উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি। কয়লার অভাবে টানা ২৯ দিন এ কেন্দ্রে বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন। গেলো ২০ আগস্ট উৎপাদন চালু করা হয়।
Leave a Reply