মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির সূর্য সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই (ইন্না…রাজিউন)। রোববার (০৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১.৫০ মিনিটে ইন্তেকাল করেন।
এই সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গণসংগীত শিল্পী ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। এক শোক বার্তায় উপাচার্য বলেন,মুক্তিযুদ্ধে এ বীর যোদ্ধার অবদান বাঙালী কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
এমন একজন বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পীর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও সজ্জনকে হারালাম,যে শূন্যতা অপূরণীয়। ববি উপাচার্য তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রুহের মাগফিরাত কামনা করেন।
Leave a Reply