শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেদারল্যান্ড থেকে আগত বিদেশী ও দেশী ডাক্তারদের সমন্ময়ে ১১দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন কার্যক্রমের আজ শুক্রবার সকালে উদ্বোধণ করা হয়েছে। জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার মারিয়া মাদার জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা আলোশিখা রাজিহারের পরিচালক জেমস মৃদুল হালদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে। শুক্রবার সকালে জন্মগতভাবে ঠোঠ কাটা, তালু কাটা, পোড়া ক্ষত, হাড়ভাঙ্গা, অতিরিক্ত আঙ্গুল, জন্মগত ক্রটি ও টিউমারের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনেই চারজন জটিল রোগীর অপারেশন সম্পন্ন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য রোগীদের অপারেশন সম্পন্ন করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত। সাত সদস্যর বিদেশী ও দেশী চিকিৎসকদের সমন্ময়ে গঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা এবং অপারেশন ক্যাম্পে বরিশালের বিভিন্ন উপজেলাসহ সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলা থেকে রোগীরা সেবা নিতে এসেছেন।
Leave a Reply