শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলায় নিষেধাজ্ঞা চলাকালীন মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেয়ায় নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মেঘনা নদী সংলগ্ন আন্তরভাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নৌ পুলিশের ড্রাইভার মনিরুল ইসলাম ও আবু জাফর। তাদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্য মনিরুল ইসলাম জানান, ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ১৪ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশের নদী-সমুদ্রে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫-৭ জন জেলেকে ইলিশ শিকার করা অবস্থায় নৌকাসহ আটক করার চেষ্টা করে নৌ-পুলিশ। দুইজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। এরপর জেলেদের ৪০-৫০ জনের একটি গ্রুপ নৌ-পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়।
হিজলা নৌ-থানার ওসি বেলাল হোসাইন জানান, অভিযানে হিজলার ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক অভিযান শেষে দেবুয়া-আন্তরভাম এলাকায় নৌ পুলিশের একটি টিম রেখে আসেন। পরে পুলিশ নৌকাসহ দুই জেলেকে আটক করলে ৪০-৫০ জনের একটি জেলে গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। তারা মনিরুল ইসলাম ও আবু জাফরকে মারধর করে নদীতে ফেলে দেয়। খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, নৌ-পুলিশের ওপর হামলা, আটক জেলেদের ছিনিয়ে নেয়া ও দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় হিজলা থানায় মামলা করেছেন ঘটনাস্থলে থাকা টিমের এএসআই পারভেজ।
Leave a Reply