শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
রবিউল ইসলাম রবি॥ চলমান মাসের ২৭ ফেব্রুয়ারী সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সাড়ে ৫ হাজার সিভি জমা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে এক হাজারের অধিক চাকরির নিশ্চয়তা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর কাশিপুরে ইউসেফ বরিশাল অঞ্চলের প্রধান কার্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায়। এরমধ্যে ডাচ বাংলায় ৪০ জন, খানসন্স গ্রুপে ৬০ জন, বিসমিল্লাহ পলিমার এন্ড প্যাকেজিং এ ১১০টি সিভি জমা পড়েছে। আর ৪০ জন ইয়েস কার্ড পেয়েছেন বলে জানান উপস্থাপক আবৃত্তি শিল্পী নেজারুল ইসলাম বাবু।
বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিকুজ্জামান। তিনি এসেই ইউসেফ বাংলাদেশ এর নিজস্ব প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ইলেক্ট্রনিক্স, ওয়ার্কশপ, কম্পিউটার, ইউসেফ উদ্যোক্তা কার্যক্রম দেখে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। পরে তিনি মেলা মাঠে আয়োজিত মঞ্চে আসন গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটাই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা। কোনোরকম পায়ের জুতা ক্ষয় না করে হাজারের অধিক তরুণ-তরুণী এই মেলায় এসে চাকরি পেয়ে গেলেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, এই মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। এরমধ্যে দুটি ইউসেফ উদ্যোক্তা প্রতিষ্ঠান। এছাড়াও টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আর এফ এল গ্রুপ, প্রাণ গ্রুপ, শাহ সিমেন্ট, এ্যাংকর সিমেন্ট, এম জে সু ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ লিমিটেড সহ মোট ২৩টি কোম্পানি অংশ নিয়েছে এই মেলায়। ইউসেফ এর পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের সকলের হাতেই চাকরি মেলায় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। ২০০৮ সাল থেকে ইউসেফ বরিশালে কার্যক্রম শুরু করে এবং ২০১৭ সাল থেকে নিয়মিত চাকরি মেলার আয়োজন করে বরিশালের বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করছে বলে জানান ইউসেফ বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান।
বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইউসেফ বাংলাদেশ এর ফিনান্স এন্ড কমপ্লিয়েশন বিভাগের পরিচালক নাজমুন নাহার এবং শ্রম দপ্তরের হিসাব বিভাগের পরিচালক আবু আশরীফ মাহমুদ।
জানা গেছে, ১৯৭২ সালে লিংসে এলান চেইনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগিতায় ইউসেফ বাংলাদেশ এর কার্যক্রম শুরু করেছিলেন । বরিশালে এটি ২০০৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত বরিশালে চারবার চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
Leave a Reply