সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের হাটবাজার শাখার অফিস সহকারী আমিনুল ইসলাম সাবুর দুর্নীতির কারনে বছরে প্রায় ১২ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। স্টল দুর্নীতি, ভয়ভীতি প্রদান ও বিভিন্ন নীতিবাক্যের বদৌলতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় সহ নানান দুর্নীতির সাথে জড়িত এই সাবু বলে অভিযোগ রয়েছে। খোজঁ নিয়ে জানা যায়, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বেশকিছু অবৈধ স্টলের মালিকানা ভোগ করছেন সাবু। যার প্রতিটি স্টল থেকে প্রতিমাসে ৫ থেকে ৬ হাজার টাকা করে ভাড়া তুলছে নিজেই। সিটি কর্পোরেশনের নামে এ স্টলগুলো বরাদ্ধ দিলেও বরাদ্ধকৃত টাকা বা মাসিক ভাড়া কোনোটাই জমা হচ্ছে না সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে। এছাড়াও অত্র এলাকাধীন পাবলিক টয়লেটের আদায়কৃত টাকার ভাগও দিতে হচ্ছে তাকে বলে জানা যায়।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনে খোজ নিলে একটি বিশ^স্ত সুত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছরে নানা অব্যবস্থাপনায় ভেঙ্গে পরে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম। বেশ কয়েকটি ইস্যুতে নাগরীত সুবিধা দিতে বেগ পেতে হয় বিসিসি কর্মকর্তাদের। এর মাঝে সদ্য বিদায়ী মেয়র আহসান হাবিব কামালের সাথে সখ্যতা ও বাজার পরিদর্শক নুর ইসলামের সাথে সুসর্ম্পক থাকার কারনে ক্রমান্নয়ে এ ধরনের দুর্নীতিমুলক কাজ করে নিজের আখের গোছাচ্ছেন অফিস সহকারী সাবু। এ ব্যাপারে আমিনুল ইসলাম সাবুর সাথে কথা বললে তিনি জানায়, আমি এরকম কোনো কার্যক্রমের সাথে আদৌ জড়িত ছিলাম না বা এখনো নেই। তাছাড়া নথুল্লাবাদে অবৈধ স্টল বা চাদা আদায় ব্যাবপারটিও তার দ্বারা হচ্ছেনা বলে জানান তিনি।
এদিকে সিটি কর্পোরেশনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা জানান, শুধু সাবু নয় এরকম দুর্নীতিবাজ বহু কর্মকর্তাই এখানে কর্মরত রয়েছে। যারা নানান অসাধু উপায়ে নিজ আখের গোছাতে ব্যস্ত ছিলেন এবং আছেন। জোর দাবি দিয়ে তারা জানান তদন্ত সাপেক্ষে আগত নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসকল অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিবেন বলে আশা করছেন তারা
Leave a Reply