রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
বেতাগী সংবাদদাতা॥ করোনার প্রাদুর্ভাবের মধ্যেই বরগুনার বেতাগীতে বেড়েছে ডায়রিয়ায় প্রকোপ। শনিবার এক দিনে এ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের নুরুল ইসলাম (৭০) ও বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্র ভানু (৬০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আসন নেই। রোগীরা ঠাঁই নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেসহ আশআশের বরান্দায়। অনেকে করোনায় আক্রান্তের ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন না।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ১৩২ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৩৬ জন।
শুক্রবার থেকে প্রতিদিনই ২০ থেকে ২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এদের বেশিরভাগই বয়স্ক, নারী ও শিশু।
এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আগামী তিন থেকে চার দিনের খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে চাহিদাপত্র দেয়া হয়েছে।
Leave a Reply