রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়ায় গ্রামীণ সড়কের মামুন হাওলাদারের বাড়ির সামনে কাঠ বোঝাই টমটম (টেম্পু) উল্টে খাদে পড়ে চালক বাদল হাওলাদার (৩২) নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সন্ধ্যার পূর্বে উপজেলার নাচনাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের পুত্র বাদল হাওলাদার আমতলী পৌর শহরের একটি স-মিল থেকে চেরাই কাঠ বোঝাই করে ছোট নাচনাপাড়া গ্রামে মামুন হাওলাদার বাড়িতে যাচ্ছিলেন। ওই বাড়ির দরজা দিয়ে ভিতরে প্রবেশের সময় টমটমটি (টেম্পু) উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে টমটমে থাকা বাদল চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত বাদলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছেন থানা পুলিশ।
আমতলী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে নিহত টমটম (টেম্পু) চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply