বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার হয়েছে। সদর উপজেলার খয়রাবাদ ব্রিজের ঢালে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি প্রাক্কালে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এসময় আরও ৪ ডাকাত পালিয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এক ইমেল বার্তায় গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন।
বন্দর থানা পুলিশ জানায়- গ্রেপ্তার ডাকাতেরা বরিশাল-পটুয়াখালীসহ বিভিন্ন জেলা শহরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। ঘটনাবলীতে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তার ৫ ডাকাত হচ্ছেন- বরগুনার ছোটবগি গ্রামের মৃত সুন্দর মল্লিকের ছেলে মো. জলিল মল্লিক (৫০), ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. সোহরাব হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (৩০), পটুয়াখালীর কলাপাড়া থানাধীন ছোট বালিয়াতলী গ্রামের আব্দুল হক খন্দকারের ছেলে মো. নুর সায়েদ খন্দকার ওরফে শাহেদ (৫৪), ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে মো. মনির হোসেন (৪১) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত আজিম উদ্দিন আকনের ছেলে মো. জামাল আকন (৪১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার এই ৫ জনসহ আরও ৪ জনের একটি টিম ডাকাতির উদ্দেশে ট্রাকযোগে খয়রাবাদ সেতুর ঢালে অবস্থান করে। এসময় সেখানে বন্দর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে হানা দিলে ৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তালা ভাঙা যন্ত্র, একটি রামদা, একটি ছেনা, একটি ছোড়া ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ডাকাত দলটি সেতুর ঢালে অবস্থান নিয়ে ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করতে শলাপরামর্শ করছিল। এমন সময় সেখানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তারা সকলে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
Leave a Reply