বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকীতে বর্ণিল সাজে ওজোপাডিকো ডিভিশন-২ Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকীতে বর্ণিল সাজে ওজোপাডিকো ডিভিশন-২

বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকীতে বর্ণিল সাজে ওজোপাডিকো ডিভিশন-২




নিজস্ব প্রতিবেদক ॥ মুজিববর্ষের মূল অনুষ্ঠানকে ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকেই বরিশাল মহানগরী রঙিন হয়ে উঠেছে। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ডিভিশন-২ এর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে-মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রংয়ের আলোর ঝলকানি।

১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।

দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যা রাত থেকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে নগরীর আমানতগঞ্জের বিদ্যুত অফিস। পুরো আমানতগঞ্জ এলাকা এখন রূপ-নিয়েছে আলোর ঝলকানিতে। ওজোপাডিকো ডিভিশন-২ এর স্থাপনাগুলোয় শোভা পাচ্ছে বাহারি রঙের আলো। এ ভবনে বিদ্যুৎবাতি-ঝলমলিয়ে ফুটে উঠছে লাল-সবুজের জাতীয় পতাকা, সামনে স্মৃতিসৌধ, একপাশে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধারা অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকী ছবি। বর্ণিল আলোকসজ্জায় চোখ জুড়িয়ে যাচ্ছে। এলাকাবাসীও বেশ উপভোগ করছেন এমন দৃশ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর এমন আয়োজন দেখতে পেয়ে অনেকেই জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা।

মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদ্যাপন করা হবে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত এই তেজস্বী নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। দেশটির স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

মুক্তিকামী লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

এদিকে মুজিব বর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ওজোপাডিকো ডিভিশন-২ এর কর্মকর্তারা। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় জাতির জনকের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় আমানতগঞ্জ বিদ্যুত ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন। যেখানে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহ/উপ সহকারী প্রকৌশলীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এদিকে বাদ যোহর আমানতগঞ্জ পাওয়ার হাউজ জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ওজোপাডিকো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় সুন্দর ও স্বাধীন একটি ভূখন্ড পেয়েছি আমরা। তিনি আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD