বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বইয়ের দোকানে ঢুকে পড়লে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারও চারজন।বুধবার বেলা ১২টার দিকে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে শাহমখদুম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী আনিকা (১৩) এবং অপর দুইজন মোটরসাইকেল আরোহী শাহমখদুম থানার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২)।শাহমুখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, দুর্ঘটনার সময় বাসটি হেলপার চালাচ্ছিল। অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জিল্লুর আরও বলেন, বাসটি রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এর পরপরই বাসটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে চাপা পড়ে পাঁচজন আহত হন এবং পাশের আরও দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিক্ষাভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply