রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
রিপন হাওলাদার : আধুনিক হচ্ছে বরিশাল ময়লা খোলা । বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কাউনিয়ার জনসাধারনকে দেয়া ওয়াদা বাস্তবে রুপ নিতে যাচ্ছে বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আধুনিক ময়লা খোলা করার জন্য সিটি কর্পোরেশন জমি অধীগ্রহন করেছেন । অচিরেই শুরু হতে যাচ্ছে সেই আধুনিক ময়লা খোলা ।
যেই ময়লা খোলা থেকে গ্যাস এবং বিদ্যুত উৎপাদন হবে সেই ময়লাখোলায় হবে পরিবেশ বান্ধব বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।ভয়েস অব বরিশালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন ,আমি বরিশাল বাসীকে নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা রক্ষার স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাবো । আমি মাত্র কয়েক মাসের মধ্যেই সিটি কর্পোরেশনের রাস্তা গুলো অনেক আধুনিক করেছি কোনো টেন্ডার ও পারসেন্টিস ছাড়াই কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান । আমি পারসেন্টেসিসের কাজ করিনা ।
নগরীকে আধুনিক করাই আমার মূল লক্ষ্য । অপরদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রথম নির্মান করা হচ্ছে আধুনিক মানের পরিবেশ বান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। চরবাড়ীয়া এলাকায় আট(০৮) একর জমির উপর এই প্লান্টটি করার উদ্যোগ নিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
নগরী থেকে সকল ময়লা পরিস্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দ্বারা রিসাইকেল করে সেই ময়লা থেকে সার, বিদ্যুৎ ও তৈল তৈরী করা হবে।
সম্পূর্ন স্বয়ংক্রীয় ও আধুনিক মেশিন দ্বারা বর্জ্য রিসাইকেল করায় এতে পরিবেশের কোন ধরনের ক্ষতি হবেনা। এছাড়াও অনেক লোকের কর্মসংস্থানের সৃস্টি হবে সেখানে। ফলে নগরী থেকে বেকারত্ব কিছুটা লাঘব হবে। খুব শীঘ্রই এই প্লান্টের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিসিসি কর্তৃপক্ষ।
Leave a Reply