শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় পর পর দুটি হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার ওবায়দুল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, ভোলার আলী নগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ওবায়দুল মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়। কিন্তু রাত ১২টার পরও সে বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার সকালে বাড়ির পাশে একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওবায়দুলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ উৎঘাটন করতে পারেনি।
নিহত ওবায়দুল ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ ধারনা করছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের দুইদিন আগে ঈদের দিন ১০ জুলাই সকালে আলীনগর ইউনিয়নে গলাকেটে নাহিদ নামে এক যুবককে হত্যা করে প্রতিবেশী। এ ঘটনার পরের দিন সোমবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে পা বাঁধা অবস্থায় জয়তুন নেছা নামে অপর এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply