রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলা শহরের আল-মদীনা অটো সেন্টারের অটোরিকশা বিক্রির নামে প্রতারণার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক সংবাদ সম্মেলন করেন। আজ শনিবার বিকেল ৪টায় বরগুনা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ভাইস চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, আল-মদিনা অটোসেন্টার অটোরিকশা ব্যবসার নামে নিম্নমানের ব্যাটারি সরবরাহ করায় অসংখ্য অটোচালক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীগণ ভাইস চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিলে তিনি ব্যবসায়ীকে তার কার্যালয়ে ডাকেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ডাকে সাড়া না দিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। আমি সেখানে উপস্থিত হয়ে আমার অফিসে উভয় পক্ষকে নিয়ে আসি। এ সময় বড়বগী ইউনিয়ন পরিষদেরও উপস্থিত ছিলেন।
বিষয়টি আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়কেও মুঠোফোনে অবহিত করি। এই প্রতিষ্ঠান থেকে ব্যাটারি ক্রয় করে যারা ইতোমধ্যেই প্রতারিত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য বলি।
চেয়ারম্যান আরও বলেন, মূল ঘটনাকে আড়াল করার উদ্দেশ্যে একটা প্রতারক চক্র আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।
মোস্তাফিজুর রহমান মোস্তাক ব্যবসার নামে অসহায় জনগোষ্ঠির সঙ্গে প্রতারণা, তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভুক্তভোগী ক্রেতাগণের ক্ষতিপূরনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স আল-মদিনা অটো সেন্টার কর্তৃক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী শাহ আলম, জবেদা বেগম, আবু সালেহ, নাজমুল ইসলাম, জাবের, রুস্তুম আলী প্রমূখ।
Leave a Reply