শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি : ১৪ বছরেও বিচার হয়নি বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের আতিকুল ইসলাম ও কুদ্দুছ পাটোয়ারী নিহতের। দীর্ঘ সময়েও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার নিহত হয় চাঁদপুরের মতলব উত্তর পাঁচআনি গ্রামের কাঠমিস্ত্রি আতিকুল ইসলাম।
এরপর কোটে গেছে ১৪ বছর। এই দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে আতিকুলের পরিবার।
একই হামলায় নিহত হয় হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা কুদ্দুছ পাটোয়ারী। ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার আক্ষেপ রেখেই না ফেরার দেশে পারি জমিয়েছেন মা আমেনা বেগম।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply