বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসী। ওই ব্যবসায়ীর নাম আবু সাইদ শিপন। তিনি মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক। সকালে বাড়ি থেকে বের হয়ে বটতলা এলাকায় পৌঁছানোর সাথে সাথেই ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে মোর্শেদ, হেলাল, রহিম, ইয়াসিন, কামাল, দেলোয়ারসহ ১০-১২ জনের একটি বাহিনী এ হামলা চালায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুট করেই শিপনের ওপর হামলা চালান ফারুক ও তার দলবল। শিপনের আর্তচিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে ফারুক দলবলসহ পালিয়ে যান। আহত অবস্থায় শিপনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী ও পথচারীরা। এনামুল হক রাসেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীদের হাতে হাতুরিসহ দেশীয় অস্ত্র ছিল। তারা হঠাৎ করেই এই লোকটির ওপর হামলা চালায়।
মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক আহত আবু সাইদ শিপন কালের কণ্ঠকে জানান, মিতালী মার্কেটে ব্যবসা করতে হলে এবং মার্কেট কমিটিতে থাকতে হলে আমাকে সন্ত্রাসী ফারুককে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। না হলে মরতে হবে। এমনই হুমকি দিয়েছেন কয়েক দিনে আগে মার্কেটে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার ওপর হামলা চালিয়েছে ফারুক ও তার বাহিনীর সদস্যরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবু সাইদ শিপনের কাছে দুই লক্ষ টাকা চাঁদা করেন ফারুক নামের এক স্থানীয় সন্ত্রাসী। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে শিপনকে দেখে নেয়ার হুমকি দেয় ফারুক বাহিনী।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, হামলার ঘটনা সত্য। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply