শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি ॥
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মোঃ আলম হাওলাদারের পুত্র ও আমুয়া পর্শ্চিমপাড় বাজারের ব্যবসায়ী মোঃ মনির ও ছগির হাওলাদারের আমুয়া পর্শ্চিমপাড় শহীদ রাজা ডিগ্রী কলেজের সামনের ২০০৯ সালে বজলু খান, ফজলু খান ও হুমায়ুন খানের কাছ থেকে ক্রয় সুত্রে ৭৯৫ নং খতিয়ানের ৬১৬৯/৬১৮৩/৬১৮১ নং দাগের জমির মালিক মনির ও ছগির হাওলাদার গত শুক্রবার বিকালে দোকান ঘর নির্মান করার পরের দিন শনিবার সকালে জমি বিক্রেতা বজলু খান, ফজলু খানসহ ভাড়াটিয়া একদল সন্ত্রাসীরা দোকানঘর ভেঙ্গে চুরমার করে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগকারী মনির ও ছগির হাওলাদার সাংবাদিকদের জানান, বজলু ও ফজলু খান জানান, আমরা যে জমি বিক্রি করেছি সে জমি তাদেরকে বুজিয়ে দিয়েছি। যে জমিতে নতুন ঘর উত্তোলন করেছিলো সে জমির মালিক আমরা সে জমি কারও কাছে বিক্রি করিনি। ঘর মালিক মনির ও ছগির জানান ঘর ভাঙ্গার ব্যাপারে প্রতিপক্ষকে আসামী করে মামলা করার প্রস্তুুতি চলছে।
Leave a Reply