শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ করোনা পরিস্থিতিতে লকডাউন ভঙ্গের অভিযোগে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজীকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্ত থেকে এই তিন যুবক আটক হয়।
তারা হল শহরের বড় চৌরাস্তা এলাকার মোহাম্মদ রাহাত (২৫),রিফাত হোসেন (২৩) এবং মেহেদী হাসান (২৫)।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় আটককৃত তিন যুবক শহরতলীর ১নং ব্রিজ এলাকায় লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় একাধিক প্রতিষ্ঠান মালিকদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। পরে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্তে একইভাবে অর্থ আদায় করে।
স্থানীয় ব্যবসায়ীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা কারো কাছে সাংবাদিক, কারো কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। পরে স্থানীয়রা পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করে এবং যুবকদের আটক করে রাখে।
খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির ও (অপারেশন) জসিম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Leave a Reply