বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালাম হোসেন দীপ্তির বাড়ি থেকে ১৪ কেজি ওজনের কষ্টি পাথরের বাসুদেবের মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মূর্তিটি উদ্ধার করেন শ্রীনগর ভাগ্যকূল ক্যাম্পের র্যাব-১১-এর সদস্যরা।
মূর্তিটির দাম সাড়ে ৫ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম। তিনি জানান, নারিশা ইউপির সদস্য কালাম হোসেন দীপ্তির বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি বিক্রি করার জন্য বাড়িতে রাখা হয়েছিল। ইউপি সদস্য র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এই ঘটনায় বাবুল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে মূর্তিটি র্যাব হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply