শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধিঃবানারীপাড়া উপজেলার গরু হত্যা মামলার রিপোর্ট নিয়ে ডাক্তারের বিরুদ্ধে তাল বাহানা সহ অনৈতিক ভাবে সুবিধা নেয়ার অভিযোগের পর এবার মামলার বাদী মোঃ হানিফ সিকদার থানা পুলিশের চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজী দিয়েছে। আজ বৃহস্পতিবার মামলার বাদী হানিফ সিকদার বরিশাল বিজ্ঞ আদালতে এ আপত্তিজনিত নারাজী দেয়।
বাদী লিখিতভাবে নারাজীতে কোর্টে উল্লেখ করেন মামরায় আসামী হাকিম মীরের বিরুদ্ধে একাধিক সাক্ষ্য প্রমান থাকা সত্ত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান আসামীপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আসামীদেরকে অপরাধের দায় হইতে পার করিবার অভিপ্রায়ে অন্যায় ভাবে এহেন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী আরো দাবী জানায় মোকদ্দমাটি পুলিশের উর্ধতন কোন কর্মকর্তা বা অন্য কোন সংস্থা দ্বারা নতুন করে তদন্ত করে তাহলে বাদী ন্যায় বিচার পাবে বলে উল্লেখ করেন।
প্রসংগত গত ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে হানিফ সিকদারের গোয়াল ঘরে রাখা দুটি বাছুরসহ ৮ টি গরুর মুখ থেকে লালা বের করে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং মুহুর্তের মধ্যে তিনটি গরু মারা যায়।
এ ঘটনার পূর্বে তার একটি গরুর পায়ের রগ কেটে দেয়। হানিফ তাৎক্ষনিক গরু তিনটি নিয়ে বানারীপাড়া থানায় নিয়ে আসে এবং সে অভিযোগ করে পূর্বে যারা আমার গরুর পায়ের রগ কেটেছে তারাই আজ আবার খাবারে বিষ প্রয়োগ করে আমার দুই লক্ষটাকার তিনটি গরু গত্যা করে।পরে হানিফ সিকদার স্থানীয় আঃ হাকীম মীরকে আসামী করে মামলা দায়ের করে।
Leave a Reply