শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আঞ্চলিক তাবলিগ জামাতের আয়োজন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতে পরিস্থিতি শান্ত হলেও উৎকন্ঠা কাটেনি। তাই বার্তি নিরাপত্তার সাথে পুলিশের শতর্কতা বৃদ্ধি করা হয়েছে।জানাগেছে, আগামী ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনদিন ব্যপি জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। এ লক্ষে জোরেশোরে চলছে প্রস্তুতি।
তাবলিগ জামাতের সুরা সদস্য মোঃ ফারুক সিকদার জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট থেকে অনুমতি নিয়ে মাওলানা সাদ গ্রুপের ইজতেমার আয়োজন চলছিলো।হঠাৎ করেই রোববার (১৮ নভেম্বর) সকালে ইজতেমা পন্ড করার উদ্দেশ্যে পাকিস্তান পন্থী তাবলিগ গ্রুপের খুরশিদ আলম জুয়েল, মুফতি আইয়ুব সহ অজ্ঞাতনামা লোকজন লাঠিসোটা নিয়ে শহরের কলেজ মোড়ে অবস্থা নেয়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে পকিস্তান পন্থী তাবলীগ গ্রুপের লোকেদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ নিয়ে উৎকন্ঠা এখনো বিরাজমান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর তাই পরিস্থিতি শান্ত রাখতে তাবলীগ জামাতকে ঘিরে পুলিশের নজরদারী বৃদ্ধি এবং শতর্ক অবস্থান নিয়েছেন।
Leave a Reply