বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মাসুমা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের পৃথক ঘটনায় জেলায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্যায়ারীমোহন বজ্রপাতে মাসুমার মৃত্যু হয়। তিনি একই এলাকার খোরশেদ দরবেশ বাড়ির শাহাবুদ্দিন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে হাঁস মুরগি ঘরে আনতে গৃহবধূ মাসুমা বাড়ির উঠোনে বের হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন নুরে আলম নামে এক কৃষক। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মো. মিলন ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাইম হাসনাত জানান, বিকেলে হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে কাঞ্চন মিয়ার বাড়ির উঠোনে খেলতে গিয়ে বজ্রপাতে আল আমিন ও ফাহিম নামে দুই স্কুলছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Leave a Reply