শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ আগামী এক সপ্তাহের মধ্যে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বসানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম।
সোমবার (১৯ এপ্রিল) হাসপাতালে স্থাপনের জন্য তিনটি আইসিইউ বেড ও পাঁচটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এসে পৌঁছেছে। এক সপ্তাহের মধ্যে এগুলো চালু হবে। এতে করে জরুরি রোগীদের বরিশাল ও ঢাকায় যেতে হবে না বলে জানান তিনি।
ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ভোলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এখানকার রোগীরা নিয়মিত অক্সিজেন সেবা পাচ্ছেন। এবার যুক্ত হচ্ছে আইসিইউ।
হাসপাতালে করোনা রোগীদের ছয়জন চিকিৎসক ও ২০ জন নার্স নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে। সে ক্ষেত্রে আরও চিকিৎসক ও নার্স প্রয়োজন।
Leave a Reply