আমতলীর ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




আমতলীর ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী

আমতলীর ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী

আমতলীর ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী




আমতলী প্রতিনিধি॥ নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।ঘোষিত এ তারিখ অনুয়ায়ি প্রথম ধাপে আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

ঘোষিত এ তারিখ অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ বৃহস্পতিবার। এ নির্বাচনকে সামনে রেখে আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় ৩৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।আমতলী উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন বিক্রয় কমিটির আহবায়ক ও উপজেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বাবু রনজিৎ কুমার শীল জানান, দলীয় সিন্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত ৮ টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য ৩৮টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

 

৬টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছাড়াও অন্য নেতা কর্মীরা তাদের কর্মী সমর্থক সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

প্রতিটি দলীয় ফরম বিক্রির জন্য ২ হাজার টাকা ধার্য করা হয়েছে।দলীয় মনোনয়ন পাওয়ার আশায় যারা ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন হলদিয়া ইউনিয়নে ৬ জন।

 

এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম মৃধা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. মনিরুজ্জামান মনি, সদস্য দিলশাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার, ও মো জাকির হোসেন বিশ্বাস।

 

কুকুয়া ইউনিয়নে ৩ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মাও. মো. ফজলুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন।

 

গুলিশাখালী ইউনিয়নে ৬জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. আলহাজ্ব মো. নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আ. জব্বার মিয়া, সদস্য মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুর রহমান ও যুবলীগ সদস্য অ্যাড. এইচএম মনিরুল ইসলাম।

 

আঠারোগাছিয়া ইউনিয়নে ৭ জন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাবেক চেয়ারম্যান আ. বারেক তালুকদার, সদস্য সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল সালাম মোল্লা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও অ্যাড. গোলাম দেলোয়ার হোসেন খান।চাওড়া ইউনিয়নে ৭ জন।

 

এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ হাওলাদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নিপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন খান।আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১০ জন।

 

এরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ূন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জাফর বিশ্বাস, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. মো. হুমায়ুন কবির,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান হাওলাদার, গত নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে পরাজিত সুলতান আহম্মেদ নওয়াব,আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কাওসার মিয়া, যুবলীগ কর্মী ইব্রাহীম খলিল সজল, অষ্টেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবিএম গোলাম সরোয়ার পাননু, মরহুম চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদারের স্ত্রী ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সোহেলী পারভীন।আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান জানান, ৬টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩৮ জন সম্ভব্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।শনিবার থেকে ৬টি ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করে তালিকা উপজেলা কমিটির সুপারিশসহ জেলা কমিটির নিকট পাঠানো হবে। জেলা কমিটির সুপারিশসহ তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন চুরান্ত করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD