রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ছেলে পুলিশ কনস্টেবল। এমন প্রভাব খাটিয়ে ৬০ বছরের পৈত্রিক বাড়ি থেকে এক অসহায় পরিবারকে উৎখাতের জন্য হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে আমিন কাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের বাসিন্দা মনিন্দ্র চন্দ্র শীলের পরিবারের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মনিন্দ্র শীলের স্ত্রী ঊষা রানী শীল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মনিন্দ্র চন্দ্রের ভাই রাখাল চন্দ্র জানান, বেশ কয়েক বছর ধরেই ওই এলাকা থেকে চলে গিয়ে অন্যত্র বাড়ি করতে হুমকি দিয়ে আসছে রুহুল আমিন কাজী ও তার ছেলেরা। আজ রোববার আমিন কাজির নেতৃত্বে ছেলে আনোয়ার হোসেন, অপর ছেলে পুলিশ কনস্টেবল আজগর ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান মিজু বহিরাগতদের নিয়ে জোরপূর্বক গাছ কাটতে শুরু করে। এতে বাঁধা দিলে তারা মনিন্দ্র চন্দ্র শীলের ওপর হামলা করে।
মনিন্দ্রকে মারধরের দৃশ্য দেখে ছুটে যান স্ত্রী উষা রাণী। এ সময় তাকেও বেদম প্রহার করা হয়। এ ঘটনায় আহত উষা রানী শীল ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকালীন মনিন্দ্র শীলদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় প্রভাবশালী ওই পরিবার। এমনটাই জানালেন রাখাল চন্দ্র।
এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, রুহুল আমিন কাজীর পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। মনিন্দ্র চন্দ্রের বাড়ির জমি তাদের বলে দাবি করছে।
তবে ইউপি চেয়ারম্যান জানান, তিনি ওই এলাকায় বাড়ি করার অনেক আগেই মনিন্দ্র চন্দ্র শীলদের বসবাস। রুহুল আমিন কাজী অনেক পরে মনিন্দ্রদের বাড়ির পাশে জমি কিনে বাড়ি করে।
অপরদিকে রুহুল আমিন কাজির ছেলেরা দাবি করেন, তারা কোন হামলা করেননি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িকে বলা হয়েছে।
Leave a Reply