মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারে বলেশ্বর নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৩-৪ দিনের বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ী, দোকানপাট, সড়ক, ফসলি জমি তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছে হাজারো পরিবার।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে- ওই উপজেলার ক্ষেতাচিরা, কচুবাড়িয়া, ভোলমারা, সাপলেজা, মাঝেরচর, বড় মাছুয়া, মিরুখালী, বড়শৌলা, ছোট শৌলা, হারজী নলবুনিয়া, ওয়াহেদাবাদ, নাগ্রাভাঙ্গা, বাদুরা, দক্ষিণ মিঠাখালী ও পৌরসভার দক্ষিণ বন্দর এলাকা।
দক্ষিণ বন্দরের ব্যবসায়ী জাকির মল্লিক বলেন, মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের পাশে আমার মাছের ঘের আছে। সেখানে পাঁচ লক্ষাধিক টাকার মাছ রয়েছে। জোয়ারের পানি ঢুকে সব মাছ বের হয়ে যাচ্ছে। এখন জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি।
মিরখালী গ্রামের বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে তাদের বাড়ির উঠান এবং ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি রান্নাঘরে প্রবেশ করায় ২-৩ দিন ধরে রান্না বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, পানি বাড়তে পারে এমন আশঙ্কায় এরইমধ্যে উপজেলার মৎস্য চাষিদের সতর্ক করে দেয়া হয়েছে। এ বিষয়ে তদারকি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ৩-৪ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে দেড় হাজার হেক্টর আমন বীজতলা, আড়াইশ হেক্টর রোপা আমন ও শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে। কিছু পাকা আউশ ধানও মাঠে আছে। এক সপ্তাহের মধ্যে পানি নেমে গেলে কৃষির তেমন কোনো ক্ষতি হবে না।
Leave a Reply