শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা ডুবে শাহআলম মীর (৫৫) নামের এক স্বেচ্ছাসেবক নিখোঁজ হয়েছে। তিনি ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছিলেন।
বুধববার (২০ মে) সকাল দশটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শাহআলম মীর লোন্দা গ্রামের মৃত সৈয়দ কদম আলীর ছেলে।
কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি অফিস সূত্রে জানা গেছে, শাহআলমসহ আরও দুই সহকর্মী সকালে ঝড়ের সতর্কতামূলক প্রচারণা চালানোর জন্য হাফেজ প্যাদার খালের একপাড় থেকে অপর পাড়ে যাচ্ছিলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছালে বাতাসের চাপ ও ঢেউয়ের তাণ্ডবে নৌকাটি ডুবে যায়। সেসময় অপর দুই সহকর্মী সাঁতরে তীরে উঠতে পারলেও শাহ আলম নিখোঁজ হন। শাহআলমকে উদ্ধারে উপজেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ফারার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
Leave a Reply