সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর জেনারেল হাসপাতালে সদ্য ঢাকা ফেরত (৬০) বছর বয়সী এক রোগীর করোনা সনাক্ত। আইইডিসিআর এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন।
শনিবার(১১ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে তাবলীগ জামাতে অংশ নিয়ে বরগুনায় আসে। পরে স্থানীয়রা স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত ব্যাক্তি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামের বাসিন্দা। বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, স্থানীয়রা তাকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে আজ বিকালে পাঠানো রিপোর্টে তিনি করোনা পজিটিভ এসেছে।
তিনি আরো বলেন, তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এলাকাবাসী জানায় তিনি ঢাকায় তাবলীগ জামায়াতে অংশ নিয়েছিলেন। আমরা খোঁজ খবর নিচ্ছি তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাদের সকলেরই নমুনা সংগ্রহ করা হবে। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যাক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে। এছাড়াও তার বাড়িতে যেসকল সদস্য রয়েছে তাদের প্রত্যেককে টেস্টের আওতায় আনা হবে।
Leave a Reply